ইনফিনিক্স 4/64 দাম কত - ইনফিনিক্স ৪/৬৪ বাংলাদেশ প্রাইস | infinix 4\64 price in bangladesh
বর্তমানে বাংলাদেশের মোবাইল মার্কেট এর মধ্যে ইনফিনিক্স অনেক বড় একটি জায়গা দখল করে আছে। আর এই ইনফিনিক্স মোবাইল গুলোর ডিউরেবিলিটি অনেক ভালো হয়। এছাড়াও এই কোম্পানির মোবাইল গুলো অনেক বেশিদিন ধরে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। তো আপনারা যারা ইনফিনিক্স 4 64 দাম কত জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের পোস্ট।
ইনফিনিক্স এর অনেকগুলো 4 64 মোবাইল রয়েছে। আর প্রতিটা মোবাইল অনেক ভালো এবং মোটামুটি কম দামের মধ্যে পাওয়া যায়। তো আজকের পোস্টে আমরা বেশ কিছু ইনফিনিক্স 4 64 দাম কত এবং এই মোবাইল গুলো কোনটা কিরকম সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ইনফিনিক্স 4 64 দাম কত
নিচে এক এক করে লিস্ট অনুযায়ী প্রতিটা ইনফিনিক্স মোবাইল এর দাম এবং এই ইনফিনিক্স 4 64 দাম কত সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে আমরা সংক্ষেপে মোবাইলের বর্ণনা দিয়েছি আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত বর্ণনা জেনে নিতে পারবেন।
১। Infinix Smart 7 (4GB RAM)
আজকের এই ইনফিনিক্স 4 64 দাম কত পোস্টে আমরা প্রথমেই রেখেছি Infinix Smart 7 (4GB RAM) মোবাইল ফোনটিকে। অন্যান্য মোবাইল কোম্পানির থেকে এই মোবাইলটির দাম বেশ কম ৪ ৬৪ হিসেবে। এই মোবাইলের অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র ৯৯৯৯ টাকা। অর্থাৎ আপনারা ১০ হাজার টাকায় ইনফিনিক্স এর এই ৪/৬৪ মোবাইলটি ক্রয় করতে পারবেন।
মোবাইল ফোনটিতে 4gb ram এবং 64gb স্টরেজ থাকার পাশাপাশি এটাতে রয়েছে পাঁচ হাজার মিলি এম্পিয়ার এর বিশাল লিথিয়াম পলিমার ব্যাটারি। তাছাড়া যাতে মোবাইল ফোনটির ব্যবহারকারী এতে ভালো ছবি ক্যাপচার করতে পারে এর জন্য দেওয়া হয়েছে মেইন ক্যামেরাতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা শুটার এবং ফ্রন্ট অপশনে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার।
এখানে যে ডিসপ্লে টি ব্যবহার করা হয়েছে এটির রেজুলেশন হচ্ছে 6.6''720x1612p. এই মোবাইলটি প্রথমে বাংলাদেশের লঞ্চ হয়েছিল ২২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে। ডিসপ্লের স্ক্রিন সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি। এছাড়াও এই ডিসপ্লে টি কে প্রটেকশন দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস প্রটেকশন।
এখানে ব্যবহার করি তো ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারীটিকে যাদের দ্রুত চার্জ করা যায় এই কারণে এর সাথে আপনারা আরোও দশ ওয়াটের একটি ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। মোবাইলটি আপনারা মার্কেটে দুটি ভেরিয়ান্টে পেয়ে যাবেন তার একটি হচ্ছে ৩ জিবি ৬৪জিবি এবং আর একটি হচ্ছে 4gb 64gb।
যদি আপনারা 3gb 64gb ভেরিয়েন্ট কেনেন তাহলে আপনার দাম পড়বে ৮০০০ থেকে ৮৫০০ টাকা। আশেপাশের যেকোনো শোরুম থেকে মোবাইলটি সংগ্রহ করতে পারেন। তবে অবশ্যই অফিশিয়াল মোবাইল কিনবেন তাহলে পরবর্তীতে কোন সমস্যা হবে না।
২। Infinix Hot 8 (4GB/64GB)
এই Infinix Hot 8 (4GB/64GB) মোবাইলটি ও কিন্তু বেশ জনপ্রিয় এবং অনেক ভালো। হট সিরিজের প্রতিটা মোবাইল বেশ মজবুত এবং ভালো মানের। এখানে আপনারা Infinix Hot 8 (4GB/64GB) মোবাইলটির ও মোট ২ টী ভেরিয়েন্ট পাবেন। একটি হচ্ছে ৪/৬৪ এবং আর একটি হচ্ছে ২/৩২.
৪/৬৪ জিবি ভ্যারিয়েন্ট এর দাম হচ্ছে 11500 টাকা এবং ২/৩২ জিবি ভেরিয়েন্ট এর মোবাইল ফোনটির দাম হচ্ছে ৮৭৯০ টাকা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার এর ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এছাড়াও ফোনটির পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটি দিয়ে ফোনটিকে লক আনলক করা যাবে।
নেটওয়ার্ক এখানে পাবেন আপনারা 4G এবং ওয়াইফাই ও পাবেন Wi-Fi 4 (4G). ফোনটিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ভার্শন 9. ফোনটির ব্যাক সাইডে মোট দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার একটি ১৩ মেগাপিক্সেল এবং আরেকটি দুই মেগাপিক্সেল।
এছাড়াও এই ফোনের ফ্রন্ট বা সামনের অংশে ৮ মেগাপিক্সেল এর একটি সেলফি শুটার দেওয়া হয়েছে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছেঃ MediaTek Helio P22. GPU হিসেবে এখানে পাবেন PowerVR GE8320.
ইনফিনিক্স 4 64 মোবাইল গুলোর মধ্যে এই মোবাইলটি বেশ চমৎকার রয়েছে আপনারা চাইলে এটি ক্রয় করতে পারেন। মাত্র ১১৪৯০ টাকা হলে আপনারা এই ইনফিনিক্স ৪ ৬৪ মোবাইলটি ক্রয় করতে পারবেন যেকোনো শোরুম থেকে। মনে রাখবেন মোবাইলটির মডেল নাম হচ্ছে ইনফিনিক্স হট ৮।
3. Infinix Hot 20i
হট সিরিজের আরেকটি ইনফিনিক্স 4 64 মোবাইল এর নাম হচ্ছে Infinix Hot 20i. এই মোবাইলের বিস্তারিত এখন আমরা জেনে নেব। ডিসপ্লে কে প্রটেক্ট করার জন্য এখানে কর্ণিং গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন ব্যবহার করা হয়েছে।
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ভার্সন 12 দেওয়া হয়েছে। মোবাইলের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এখানে প্রসেসর হিসেবে MediaTek Helio G25 ইন্সটল করা আছে। ক্যামেরা সেকশনে ব্যাক সাইডে মোট তিনটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ক্যামেরা তিনটি হলোঃ 13 MP f/1.8, Wide Angle, Primary Camera.
ফ্রন্ট ক্যামেরাতে এখানে পাবেন আপনারা আট মেগাপিক্সেল এর একটি ক্যামেরা সেন্সর। ভালোভাবে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করার জন্য এখানে এইচডি প্লাস ৬.৬ ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।
ব্যাটারী হিসেবে এখানে পাঁচ হাজার মিলিম্পিয়ার এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটিকে চমৎকারভাবে চার্জ করার জন্য দশ ওয়াট এর আরেকটি ফাস্ট চার্জার এর বক্সের মধ্যে ইনক্লুড করা আছে। এই ব্যাটারি দিয়ে ফোনটিকে আপনারা একদিনের বেশি অনায়াসে ব্যবহার করতে পারবেন।
ফোনটির বর্তমান মার্কেট অনুযায়ী প্রাইস বা দাম হচ্ছে ৳.11,499 (Official) টাকা। এই টাকা হলে আপনারা যেকোনো শোরুম এবং দোকান থেকে ফোনটিকে ক্রয় করতে পারবেন।
4. infinix smart 8
ইনফিনিক্স কোম্পানির স্মার্ট সিরিজের মোবাইল এর মধ্যে এই ইনফিনিক্স স্মার্ট ৮ মোবাইল টি ও বর্তমানে বেশ ভালো কনফিগারেশন এর। এই মোবাইলটিতে আপনারা 4gb রেম এবং ৬৪ জিবি স্টোরেজ পেয়ে যাবেন।
এছাড়াও মোবাইলটি আপনারা ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এর ভেরিয়েন্ট ও পাবেন। এখানে ডিসপ্লে তে 6.6 ইঞ্চি এর এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিসপ্লে কে প্রোটেক্ট করার জন্য এখানে গরিলা গ্লাস প্রটেকশন ও ব্যবহার করা হয়েছে।
মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এটি সাইট মাউন্টেড হওয়ার কারণে পাওয়ার বাটন এর সাথে ফিঙ্গারপ্রিন্ট ও কাজ করবে। ইনফিনিক্স এর এই মোবাইলটিকে ভালোভাবে পরিচালনা করার জন্য ব্যাটারী হিসেবে পাঁচ হাজার মিলিয়ম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটিকে খুব দ্রুত চার্জ করার জন্য 10 ওয়াটের ফাস্ট চার্জার ও দিয়েছে কোম্পানি থেকে।
সফটওয়্যার সেকশনে এখানে আপনারা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ভার্সন ১৩ পেয়ে যাবেন। এছাড়াও এখানে হার্ডওয়ার অপশনে চিপসেট হিসেবে ইউনিস T606 চিপসেট দেওয়া হয়েছে। আর এই চিপসেট টি হচ্ছে ৮ কোর এর এবং 12 ন্যানোমিটার এর।
ক্যামেরা সেকশনে আপনারা এর পিছনে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন এবং সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 8 মেকাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর পাবেন। আর এই সামনে এবং পিছনে উভয়ের দিকেই ভালোভাবে ছবি তোলার জন্য এলইডি ফ্ল্যাশ লাইট ও পাবেন।
আর এই ফোনটির চার্জার অপশনে এটিকে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং এর মধ্যে যে ব্যাটারিটি দেওয়া হয়েছে এটি একটি নন রিমুভেবল ব্যাটারি । তো এই ইনফিনিক্স 4 64 মোবাইলের দাম বর্তমান মার্কেট অনুযায়ী হচ্ছে ১০ হাজার ৪৯৯ টাকা।
5. Infinix smart 6 plus
এই ইনফিনিক্স 4 64 মোবাইল টির ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৮ ইঞ্চি। আর ডিসপ্লেটি 6.8 ইঞ্চি হওয়ার কারণে বেশ বড়সড় দেখা যায় মোবাইলটিকে। এখানে আপনারা ৫০০০ মিলি এম্পিয়ার এর বেশ বড় সাইজের একটি ব্যাটারি পাবেন এবং এটিকে দ্রুত চার্জ করার জন্য ১০ ওয়াটের একটি চার্জারও পাবেন।
সিকিউরিটি অপশনে এখানে ব্যাকসাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা মোবাইলের সিকিউরিটি কে বেশ মজবুত করতে সক্ষম। এই মোবাইলের থিকনেস হচ্ছে মাত্র ৭৭ মিলিমিটার। আর এর ওয়েট হচ্ছে ২০২ গ্রাম।
যে ব্যাটারি এই মোবাইলের মধ্যে দেওয়া হয়েছে এটি দিয়ে আপনারা অনায়াসে মোবাইলটিকেএক থেকে দুই দিন পর্যন্ত চালাতে পারবেন। স্টোরেজ অপশনে এখানে 4gb রেম এবং ৬৪ জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনারা চাইলে এই ফোনের মধ্যে আরও সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার সুযোগ পাবেন।
এর বুলুটুথ অপশনে ব্লুটুথ এর ভার্শন 5 ব্যবহার করা হয়েছে এবং নেটওয়ার্ক অপশনে 4g নেটওয়ার্ক ইনক্লুড করা হয়েছে। ফোনটিতে থাকা ক্যামেরাগুলো দিয়ে আপনারা ৩০fps এ সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন। সফটওয়্যার সেকশনে এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটির ভারসন হচ্ছে ১২।
6. Infinix hot 30i
আমরা ইনফিনিক্স এর হট সিরিজের আরেকটি ৪ ৬৪ মোবাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই infinix hot 30i এর মোট তিনটি ভেরিয়েন্ট রয়েছে । এর মধ্যে একটি হচ্ছে ৪ ৬৪ আর একটি হচ্ছে ৪ ১২৮ এবং আরেকটি হচ্ছে ৮ ১২৮.
তো আপনারা যেহেতু ইনফিনিক্স 4 64 মোবাইল খুজতেছেন তাই চাইলে এই মডেলের ৪ ৬৪ ভেরিয়েন্টটি ক্রয় করতে পারেন নিশ্চিতভাবে। এখন আমরা মোবাইলটি সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জেনে নেব।
মোবাইলটির চমৎকার বিষয় হচ্ছে এখানে আপনারা 18 ওয়াট এর ফাস্ট চার্জার পেয়ে যাবেন যেটা দিয়ে খুব দ্রুত এই মোবাইলে থাকা পাঁচ হাজার মিলিয়ে এম্পিয়ার ব্যাটারীটিকে চার্জ করা যাবে। ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য গরিলা গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে সেটি মূলত সাইট mounted দেওয়া হয়েছে।
তো এই মোবাইলের সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও জি ৩৭ যেটা মিডিয়াটেক এর একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনারা ছোট গেম গুলো সুন্দর ভাবে খেলতে পারবেন এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা প্রতিটি অ্যাপস সুন্দরভাবে রান করাতে পারবেন।
মোবাইলটি আপনারা মোট তিনটি কালারের পেয়ে যাবেন আর এর মধ্যে এন্ড্রয়েড ভার্সন টুয়েলভ পাবেন যেটা একটি এন্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন। ডিসপ্লে সেকশনে এখানে পাবেন 6.6 ইঞ্চি এর একটি আইপিএস এলসিডি প্যানেল আর এই ডিসপ্লেটির pixel density হচ্ছে ২৬৭ পিপিআই।
এছাড়াও ডিসপ্লেটির স্পেক্ট রেশিও হচ্ছে ২০:৯ এবং এটির ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। ক্যামেরা সেকশনে আপনারা মোবাইলটির ব্যাক সাইডে ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা পাবেন এবং ফ্রন্ট অপশনে ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা ও পেয়ে যাবেন।
ডিজাইন অপশনে আসলে আপনারা দেখতে পারবেন এই ফোনের থিকনেস মাত্র ৮.৪ মিলিমিটার। আর ফোনটির ওজন হচ্ছে মাত্র ১৫১ গ্রাম। এই ফোনটিকে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাকি এবং প্লাস্টিক ফ্রেম এর মাধ্যমে বিল্ড করা হয়েছে যেটা বেশ মজবুত বলে মনে হয়েছে আমার কাছে।
তো বন্ধুরা এই ইনফিনিক্স হট ৩০i এর 4 64 ভার্সনটির অফিসিয়াল মূল্য হচ্ছে ১০৯৯৯ বা ১১ হাজার টাকা। এছাড়াও অন্য দুটি ভার্সন এর একটির দাম হচ্ছে ১২৫৯৯ টাকা এবং আরেকটির দাম হচ্ছে ১৩১৯৯ টাকা। আপনারা যে কোন শোরুম থেকে এই মোবাইলটি নিশ্চিতভাবে ক্রয় করতে পারেন উপরে দেওয়া মূল্য দিয়ে।
ইনফিনিক্স ৪ ৬৪ বাংলাদেশ প্রাইস
উপরে আমরা বেশ কয়েকটি মোবাইল আপনাদের সামনে তুলে ধরেছি যেগুলো মূলত ইনফিনিক্স ৪ ৬৪ মোবাইল। এগুলো থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ইনফিনিক্স ৪ ৬৪ বাংলাদেশ প্রাইস কত। এরপরও নিচে আমরা টেবিল আকারে বেশ কিছু ইনফিনিক্স ৪ ৬৪ বাংলাদেশ প্রাইস তুলে ধরলাম।
ইনফিনিক্স ৪ ৬৪ বাংলাদেশ প্রাইস
Mobile Name | Price LIst |
---|---|
Infinix Smart 8 | ৳.10,499 (Official) |
Infinix Smart 6 Plus | ৳.10,999 (Official) |
Infinix Hot 30i | ৳.10,999 (Official) |
Infinix Hot 20i | ৳.11,499 (Official) |
Infinix Hot 9 Play | ৳.9,990 (Official) |
Infinix Hot 12i | ৳.12,499 (Official) |
Infinix Hot 12 Play | ৳.12,600 (Official) |
Infinix Hot 11 Play | ৳.11,990 (Official) |
Infinix Hot 8 | ৳.11,490 (Official) |
Infinix Smart 7 | ৳.10,200 (Official) |
Infinix Smart 9 HD | ৳.10,799 (Official) |
আশা করি আজকের পোস্টটি পড়ার পর আপনারা এই ইনফিনিক্স ৪ ৬৪ দাম কত এটি জানতে পেরেছেন এছাড়াও ইনফিনিক্স এর বেশ কিছু চমৎকার মোবাইল সম্পর্কেও বিস্তারিত জেনে গেছেন। এই মোবাইলগুলো আপনারা ইনফিনিক্স এর যে কোন শোরুম থেকে কিনতে পারেন অথবা যে কোন লোকাল দোকান থেকেও ক্রয় করতে পারেন।
তবে মোবাইল কেনার আগে অবশ্যই সেই মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে চেক করে নিবেন যে মোবাইলটি অফিসিয়াল কিনা। যদি অফিসিয়াল হয় তবে সেই মোবাইলটি ক্রয় করবেন আনঅফিসিয়াল মোবাইল ক্রয় করার প্রয়োজন নেই। পুরো পোস্ট পরার পরেও কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হলে বা অন্য কোন মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
COMMENTS