পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে?
পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে?
পুলিশ ভেরিফিকেশন কি?
পুলিশ ভেরিফিকেশন হল সেই প্রক্রিয়া যেখানে আইন প্রয়োগকারী সংস্থা কোন ব্যক্তির পৃষ্ঠভূমি বা পেছনের রেকর্ড চেক করে।
এটি সাধারণত সরকারি চাকরি, পাসপোর্টের আবেদন, ভিসা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় হয়।
পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে একটি পুলিশ অফিসার আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা চেক করবে এবং নিশ্চিত করবে যে আপনার কোনও অপরাধমূলক রেকর্ড নেই।
এর পরে, তারা একটি ভেরিফিকেশন রিপোর্ট প্রস্তুত করবে যা আপনি যে কাজের জন্য আবেদন করছেন সেই সংস্থাকে সরবরাহ করা হবে।
পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে?
পুলিশ ভেরিফিকেশনে কি কি লাগবে সেটা সাধারণত পুলিশ আপনাকে কল দিয়ে বলে দিবে।
তবে আগে থেকে প্রুস্তুতি হিসেবে আপনারা এই পেপার গুলো রেডি করে রাখতে পারেন।
- নিজের এনআইডি/জন্মসনদ এর ফটোকপি
- বাবা-মায়ের এনআইডি এর ফটোকপি - ১ কপি করে
- আপনার যে পেশায় ঐ পেশার আইডি কার্ড কপি। স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা সার্টিফিকেট। জব হোল্ডার হলে জব আইডি।
- যেকোনো ইউটিলিটি বিল কপি, যেমন: কারেন্ট বিল কপি ( সর্বোচ্চ ৩ মাস পুরোনো ) - ১ কপি
- নাগরিক সনদ - ১ কপি ফটোকপি (চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক)
- বাড়ির দলিল/হোল্ডিং/ট্যাক্স এর কপি
- ভূমিহীন হলে ভূমিহীন প্রত্যায়ন পএ
- সাধারণত এই সব ডকুমেন্টস এর মধ্যে থেকে চেয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে উপরের থেকে ২-৩ ধরণের ডকুমেন্টস চায় আবার কারো ক্ষেত্রে দেখা গেছে সব ডকুমেন্টস চাইবে, এটা ডিপেন্ড করে পুলিশ এর উপর।
- বাচ্চাদের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন হবে সেই ক্ষেত্রে বাবা/মা যে কোনো একজন উপস্থিত থেকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে।
📌 নোটঃ অরিজিনাল কপি সাথে রাখবেন, আর জমা দিবেন শুধু মাত্র ফটো কপি।
🚫 পুলিশ ভেরিফিকেশনে টাকা দেয়ার কোন নিয়ম নেই।
ধন্যবাদ।
Our Youtube Channel
Subscribe Now
IMO Channel
Join IMO Now
WhatsApp Channel
Join Now
test
ReplyDelete