নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে
বাড়ি,বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে
- নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে,
ASSALAMUALIKUM WARAHMATULLAH
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত
বাড়ি,বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
- শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
- চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
- চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
- চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
- স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়),
- ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
- দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
- বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
- খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
- রক্তের গ্রুপের রিপোর্ট
- জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)
অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন,
শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ,ওয়ারিশ সনদ,ভোটার প্রত্যয়ন)
Our Youtube Channel
Subscribe Now
IMO Channel
Join IMO Now
WhatsApp Channel
Join Now
COMMENTS